আমাদের লক্ষ্য

আমাদের শিক্ষার্থীরা শুধু দ্বীনি আলেমই হবে না বরং তারা হবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ডিগ্রীধারী (অনার্স,মাষ্টার্স ও পর্যায়ক্রমে পি.এইচ.ডি)। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদার পদে ও স্থানে নিজেদের জায়গা করে নিতে পারবে। একদিকে হবে কুরআনে হাফেজ, আলেম, ইসলামী স্কলার ও দ্বীনের দা’ঈ, অপরদিকে তারা হতে পারবে আধুনিক ডিগ্রীধারী এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে উচ্চ পদস্থ কর্মকর্তা। তখনই জাতি পাবে সৎ যোগ্য নাগরিক এবং সমাজের কর্ণধার।